বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮১

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২২  

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। এ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

 

এদিন বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৮৬ পয়েন্টে।  এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫১৯ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬২১ পয়েন্টে।

 

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮টি কোম্পানির শেয়ারের।  দাম কমেছে ১০৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬০টির। অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৭৮ পয়েন্টে অবস্থান করছে।

এই বিভাগের আরো খবর