রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৫

শ্রীপুরে মদ পানে তিনজন মৃত্যুর ঘটনায় একজন গ্রেফতার

আল আমিন, শ্রীপুর প্রতিনিধিঃ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১  

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার সারা রিসাের্টে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যুর ঘটনায় জাহিদ মৃধা (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে জাহিদ মৃধাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া থানার আমবৌলা গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদ সরবরাহ করার বিষয়টি স্বীকার করেছেন জাহিদ। সংবাদ সম্মেলনে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানাে হয়, ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের ৪৩ জন কর্মকর্তা ঘুরতে এসে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি এলাকার সারা রিসাের্টে অবস্থান করেন। এরপর সেখান থেকে ৩০ জানুয়ারি তারা সবাই রিসাের্ট ত্যাগ করেন। ফেরার পথে ওই দলের ১৬ জন অসুস্থ হয়ে পড়েন। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। ৩০ জানুয়ারি রাতেই একজন মারা যান। ৩১ জানুয়ারি সকাল ৮টার দিকে আরেকজনের মৃত্যু হয়। ১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে তৃতীয় ব্যক্তি মারা যান।

এই বিভাগের আরো খবর