সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫১

শেরপুরে গহীন অরণ্যে বন্য হাতির মৃত্যু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০  

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ী এলাকার গহীন জঙ্গলে বয়স্ক ও অসুস্থ একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে লাকড়ি সংগ্রহে গিয়ে এলাকাবাসি কাটাবাড়ি এলাকায় মৃত অবস্থায় হাতিটিকে দেখতে পায়। ইতিমধ্যে জনপ্রতিনিধি, বনবিভাগ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেছেন।
 
বনবিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জার মো.আবদুল করিম বলেন, হাতিটির শরীরে আঘাতের চিহৃ রয়েছে। বয়স্ক ও অসুস্থতা জনিত কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্যপ্রাণি কার্যালয়, বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।

এই বিভাগের আরো খবর