বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৩০

শুরুর আগেই বিপিএলের সময়ের পরিবর্তন

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

 

আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। আসরের সূচিও ঘোষণা করা হয়েছে। কিন্তু আসর শুরুর আগে খেলার সময়ের পরিবর্তন হয়েছে। 

আগের সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচের শুরু হওয়ার কথা ছিল দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় ম্যাচ বিকেল ৫টা ২০ মিনিটে। নতুন সূচি অনুযায়ী এখন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা, দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

অবশ্য শুক্রবারের ম্যাচগুলোর শুরু হবে আগের মতোই—দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, পরের ম্যাচ সন্ধ্যা ৭টায়।

এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে আসন্ন বিপিএল মাঠে গড়াবে। অবশ্য টুর্নামেন্টের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন রাতে আরেক ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।

৩৯ দিনের এই টুর্নামেন্টে খেলবে সাতটি দল। তিনটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ক্রিকেটাররা লড়াইয়ে নামবে।

এবারের বিপিএলে মোট ৪৬টি ম্যাচ থাকছে। ঢাকায় ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর চট্টগ্রামে ১২টি ও সিলেটে হবে ছয়টি ম্যাচ।

১১ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ জানুয়ারি।

এই বিভাগের আরো খবর