শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

শান্তিতে নোবেল না পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘অপমানজনক হবে’ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি তিনি নোবেল শান্তি পুরস্কার না পান, তবে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শতাধিক মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। খবর এএফপির।

ট্রাম্প বলেন, “আমি কি নোবেল পাব? অবশ্যই না। তারা এমন কাউকে নোবেল দেবে, যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বড় অপমান হবে। আমি ব্যক্তিগতভাবে চাই না, তবে আমাদের দেশ এটা পাওয়া উচিত, কারণ এর আগে এমন কিছু ঘটেনি।”

২০০৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পান, যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প।

বক্তৃতায় তিনি দাবি করেন, জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে তিনি সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। পাশাপাশি তিনি জানান, সম্প্রতি হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যে গাজা পরিকল্পনা প্রকাশ করেছেন, তা কার্যকর হলে আট মাসের মধ্যে আরও আটটি যুদ্ধ বন্ধ হয়ে যাবে।

তবে বিশেষজ্ঞদের মতে, চলতি বছর ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জয়ের সম্ভাবনা প্রায় শূন্য। নোবেল শান্তি পুরস্কারের ওপর গবেষক ইতিহাসবিদ ওইভিন্ড স্টেনার্সেন বলেন, “এটি সম্পূর্ণ অকল্পনীয় বিষয়।”

নরওয়েজিয়ান নোবেল কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেনও স্পষ্ট করে জানিয়েছেন, মিডিয়ার প্রচারণা বা ট্রাম্পের বক্তব্য কমিটির আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।

ট্রাম্প প্রশাসন দাবি করছে, কম্বোডিয়া–থাইল্যান্ড, কসোভো–সার্বিয়া, কঙ্গো–রুয়ান্ডা, পাকিস্তান–ভারত, ইসরায়েল–ইরান, মিশর–ইথিওপিয়া এবং আর্মেনিয়া–আজারবাইজানসহ সাতটি সংঘাত নিরসনে ভূমিকা রেখেছে। তবে পর্যবেক্ষকদের মতে, এসব দাবির অনেক ক্ষেত্রেই সত্যতা আংশিক বা প্রশ্নবিদ্ধ।

এই বিভাগের আরো খবর