সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৪

শরীয়তপুরের পালং-এ অবৈধ ট্রলি চলাচলের ফলে সড়কের বেহাল দশা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০  

শরীয়তপুর সদর পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর পালং গ্রামে অবস্তিত পালং স্কুল সংলগ্ন প্রধান সড়ক থেকে মালেক শেখের বাড়ি পর্যন্ত গ্রামীণ সড়কটির অবস্হা অত্যান্ত বেহাল দশা। এই গ্রামীণ সড়ক দিয়ে প্রতিদিন উত্তর পালং এলাকার শত শত লোক যাতায়াত করে। পৌরসভার অর্থ বরাদ্ধে নির্মিত গ্রামীণ সড়কটি মুন্না ট্রেডাস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভারী মালবাহী অবৈধ ট্রলি চলাচলের কারনে প্রায় ধ্বংসের পথে। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানটি সড়কের দুই পাশ অবৈধ দখল করে ইটের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না ট্রেডাসের মালিক মোতালেব শেখ ২০০১ সালে পশ্চিম কোটাপারা খালেকুজ্জামান এর ইট ভাটায় অত্যান্ত স্বল্প বেতনে চৌকিদারি পদে অল্প কয়েক বছর চাকরি করেন। চাকরির কয়েক বছর পর দূর্নীতির দায়ে সেই চাকরিটি হারান।  চাকরি হারিয়ে মোতালেব শেখ বিভিন্ন ইট ভাটা থেকে অগ্রিম ইট ক্রয় করে পালং উত্তর বাজার থেকে পালং সরকারি প্রাঃ বিঃ পর্যন্ত প্রধান সড়কের দু পাশে ইট রেখে ব্যবসা করে আসছে। বর্তমানে মোতালেব শেখ এর ৪-৫ টি অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি রয়েছে। রাস্তার পাশে ট্রলি দিয়ে ইট বিক্রি করার কারনে মাঝেমধ্যে ঘটছে দূর্ঘটনা।গত ৭ মে ২০২০ ভোর ৬ টার দিকে মোতালেব শেখ এর নিজস্ব শ্রমিক রাসেদ শেখ (২৮) মালবাহী অবৈধ ট্রলি চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পালং উত্তর বাজার সংলগ্ন পালং ভূমি অফিসের ইটের দেয়ালের উপর  ট্রলি উল্টে পরে যায়। ভূমি অফিসের ইটের দেয়ালটি একেবারে ধ্বংসস্তুপে পরিনিত হয়। ড্রাইভিং লাইসেন্স বিহীন ট্রলি চালক রাসেদ শেখ এর এ দূর্ঘটনায় তার ডান হাতটি ভেংগে যায়। অর্থের অভাবে শ্রমিক রাসেদ শেখ তার হাতের চিকিৎসা সঠিভাবে করতে পারেনাই এবং কি ট্রলির মালিক মোতালেব শেখ ও তার চিকিৎসার টাকা দেননি। শ্রমিক রাসেদ শেখ এই ভাংগা হাত দিয়ে আর কোনোদিন ভারী কাজ করতে পারবেনা এমনটাই বলেছেন অর্থপেডিক্স ডাক্তার।


প্রসাশন থেকে শুরু করে সাধারন জনগনের ও বিষয়টি অবগত আছে যে পালং উত্তর বাজার থেকে শুরু করে পালং স্কুল সড়কটি অত্যান্ত ব্যাস্ত। এই সড়কের পাশে রয়েছে মজসিদ সহ দুইটি শিক্ষা প্রতিষ্ঠান।অবৈধ ট্রলি ও মাহিন্দ্র নিয়মিত বেপরোয়া ভাবে চলাচলের কারনে এ দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীরা রয়েছে অত্যান্ত ঝুঁকিতে। মু্ন্না ট্রেডার্স এর মালিক মোতালেব শেখ এর বিরুদ্ধে অবৈধ ভাবে দোতালা দালান নির্মানের অভিযোগ রয়েছে। মোতালেব শেখ তার নিজস্ব বাস ভবন এক তালা দালান এর উপর পৌরসভার অনুমতিবিহীন এবং প্লান ছাড়াই দ্বিতীয় তলা ভবন নির্মান করেন। এ ঝুঁকিপূর্ণ ভবনে ৪/৫ পরিবার বসবাস করছে। যে কোনো মূহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা এবং ঘটতে পারে প্রান হানীর ঘটনা। 

এই বিভাগের আরো খবর