সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২১

শরীয়তপুরের ৩ পৌরসভায় নৌকার পরাজয়, বিদ্রোহী প্রার্থীর জয়

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১  

অদ্য ৩০ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ রোজ শনিবার পৌরসভার সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে শরীয়তপুর জেলার তিনটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।পৌর সভারগুলি হচ্ছে নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ। সকাল ৮.০০ ঘটিকা থেকে শুরু করে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে একটানা ভোট গ্রহনের কাজ চলে।প্রতিটি পৌর সভায় ভোটাররা বিপুল উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে স্ব স্ব প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরে যান।আজকের ভোট সম্পর্কে উপস্থিত ভোটারদের সাথে আলাপ করে জানা যায় বিগত ২০/২৫ বছরের মধ্যে এমন সুন্দর,স্বচ্ছ ও গোলযোগ বিহীন ভোট গ্রহণ দেখেন নাই।শুধু জনগণই নহে, পর্যবেক্ষক, সাংবাদিক এমন কি প্রশাসনের লোকজন এই নির্বাচনকে স্বচ্ছ নির্বাচনের মডেল হিসেবে আখ্যায়িত করেছেন। নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত র‍্যাব,বিজিবি,ও পুলিশ বাহিনীর সদস্যদের তৎপরতা ছিলো দর্শনীয়।তিনটি পৌর সভায় মেয়র পদে বেসরকারি ভাবে নির্বাচিতরা হলেনঃ-

নড়িয়া পৌর সভায় মোঃ আবুল কালাম আজাদ ১২৮৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক সৈয়দ রিন্টু পেয়েছেন ৪৫৪ ভোট। 

জাজিরা পৌর সভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস মাদবর ৬৬০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবদুল হক কবিরাজ পেয়েছেন ৫৭৭৪ ভোট। 

ভেদরগঞ্জ পৌর সভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল বাশার চোকদার ৩৮৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার পেয়েছেন ২৩৩৮ ভোট। 

এই নির্বাচনকে ঘিরে মানুষের মাঝের সকল সংশয় দূর করে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। এভাবে প্রতিটি নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে সকলের বিশ্বাস। 

এই বিভাগের আরো খবর