সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬২২

শরীয়তপুরে পূর্বশত্রুতার জেরে আড়াই মাসের ষাড় বাছুরকে কুপিয় জখম

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০  

শরীয়তপুর জাজিরা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে আড়াই মাসের অস্ট্রেলিয়ান ষাঁড় বাছুর কে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিবেশী চাচাত ভাইরা।

গত ৩/৯/২০২০ শরীয়তপুর জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর ধিপুর গ্রামের মৃত মমিন সরদারের বাড়ির গৃহপালিত পশু আড়াই মাসের অস্ট্রেলিয়ান  ষাড় বাছুর কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে  তাদের প্রতিবেশী একই বংশের চাচাতো ভাই মোহাম্মদ সাইদুল সরদার  (৩৫) এবং মোহাম্মদ আবদুর রহমান সরদার  (৫২) উভয় পিতা সাবেদ আলী সরদার।

গত ৩  সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মৃত মমিন সরদারের ছোট মেয়ের জামাই আবু কালাম খা বাদী হয়ে শরীয়তপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবের আমলী আদালত জাজিরা সি আর ২০২০ মোকাদ্দমা ৬৫৮/ ৩৮৫/ ৬২৭/ ৫০৬ (২) পেনাল কোডে মোঃ সাইদুল সরদার পিতা সাবেদ আলী সরদার ও মোঃ আব্দুর রহমান সরদার পিতা সাবেদ আলী সরদার এদেরকে আসামি করে মামলা দায়ের করেন। সরেজমিন ঘুরে জানা গেছে মৃত মমিন সরদারের বর্তমানে চার মেয়ে তিন ছেলে ও এক স্ত্রী রয়েছে। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে মমিন সরদারের তিন ছেলে বর্তমানে বিদেশ প্রবাসী এবং বাড়ীতে কোন অভিভাবক না থাকার কারণে মৃত মমিন সরদারের ছোট মেয়ের জামাই আবু কালাম খা এই বাড়িতে অভিভাবক হিসাবে বাড়িঘর দেখাশোনার জন্য প্রায় পনেরো বছর যাবত এই বাড়িতেই আছেন। আবু কালাম খা এই বাড়তে চার থেকে পাঁচটি গরু লালন পালন করেন।আবু কালাম খা প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে অস্ট্রেলিয়ান ষাড় বাছুরটিকে ছেড়ে দিলে তাদেরই প্রতিবেশী সাবেদ আলী সরদারের বাড়িতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ সাইদুল সরদার ও মোঃ আব্দুর রহমান সরদার ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। সাবেদ আলী সরদারের ছেলেরা এই পরিবারটিকে এবং জামাই আবু কালাম খা কে হুমকি-ধামকি দিয়ে আসছে। আবু কালাম খা গণমাধ্যমকে জানান আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি। আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। বর্তমানে আড়াই মাসের অস্ট্রেলিয়ান ষাড় বাছুরটি আশঙ্কাজনক অবস্থায় পশু ডাক্তার দ্বারা চিকিৎসাধীন আছে।

এই বিভাগের আরো খবর