মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

‘শত্রুতা’ ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫  

নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিরাপত্তাজনিত ঝুঁকিতে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতায় গেছেন মমতা।

শিলিগুড়ির চিকেন’স নেক এলাকায় নেপালের সঙ্গে ভারতের রয়েছে ১০০ কিলোমিটার স্থল সীমান্ত। গতকাল কলকাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে মমতা বলেন, জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিষয়ে তৃণমূল ও বিজেপির কোনো দ্বন্দ্ব নেই।

উল্লেখ্য, সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে নেপালে ৯ সেপ্টেম্বর তরুণদের বিক্ষোভ শুরু হয়। দুদিনের মধ্যেই পতন ঘটে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সরকার এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেয়। সাবেক বিচারপতি সুশীলা কার্কি হন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। পরিস্থিতি এখনও অস্থির।

ফলে শিলিগুড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও নেপালি নকশালপন্থি প্রভাব পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে মোদি-মমতার বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়— সীমান্ত পাহারায় বিএসএফের পাশাপাশি থাকবে এসএসবি এবং কেন্দ্র-রাজ্যের মধ্যে বাড়ানো হবে গোয়েন্দা তথ্য বিনিময়।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির উত্থান এবং সীমান্তবর্তী এ রাজ্যে প্রভাব বিস্তারে সবচেয়ে বড় বাধা হিসেবেই কাজ করছে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

এই বিভাগের আরো খবর