শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৬৭

লাকসামের জুয়াড়ি কালা কাদেরকে রুখবে কে?

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১  

নরপাটি বাজার লাকসাম থানার অন্যতম গুরুত্বপূর্ণ এবং বৃহত্তর বাজার। নরপাটি আর লাকসাম বাজারের মাঝে ভৌগলিক দূরত্ব মাত্র তিন কিলােমিটার হলে ও প্রশাসন থেকে এ এলাকার দুরত্ব কয়েক হাজার কিলােমিটারের! তাহতাে জুয়া এবং জুয়াড়ীদর কেন্দ্র হিসেবে নরপাটিকে এখন বিবেচিত করা হয়।

বর্তমানে লাকসামের বিভিন্ন এলাকায় গােপনে জুয়ার বাের্ড পরিচালনার কথা জানা গেলে ও নরপাটি বাজারের চিত্র ভিন্ন! কারণ এখানে সয়ং বাজার কমিটির সেক্রেটারি আবদুল কাদের নিজ দোকানে জনসম্মুখে জুয়ার বাের্ড চালান বাজারের অন্যান ব্যবসায়ীরা এ ক্ষত্রে নিরুপায় কারণ আবদুল কাদেরের দলীয় এবং বাজার কমিটির পদবী রয়েছে।

গত ৩ বছরে সিএনজি চালক থেকে কাদের এখন বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী। পদোন্নতি হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে ও। নরপাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইনবাের্ড ব্যবহার করে ক্যসিনাে সম্রাটের মতাে কাদের নরপাটিতে গড়ে তুলেছে আরেক সম্রাজ্য। অভিযােগ আছে,কাদেরের নিজস্ব ক্যডার বাহীনি জুয়াড়ীদের বকেয়া টাকা উদ্ধার করে। তাছাড়াতথ্য মতে কাদের নিজ এলাকার বাইরে অন্য জুয়ার বাের্ড গুলাে ও নিয়ন্ত্রন করে কমিশনের ভিত্তিতে।

আই পি এল বা অন্যান্য ক্রিকেট লীগ চলাকালীন সময়ে, অবদুল কাদেরের দৈনিক ৫০ লাখ পর্যন্ত ট্রানজেকশন হয়। প্রতি হাজারে ৫০ টাকা কমিশনে কাদেরের ইনকাম প্রতিদিন দেড় দুই লাখ টাকা। যার কারনে অল্প সময়ের ব্যবধানে ফুলে ফেপে উঠেছে আব্দুল কাদের সমান তালে বেড়েছে তার সম্পৰ্ত্তী। এব্যপারে বাজারের অন্য ব্যবসায়ীরা প্রতিবাদ করতে গেলে মামলা এবং দলীয় পােস্টকে ঢাল হিসেবে ব্যবহার করে। নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক নেতা ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষোভ প্রকাশ করেন।

তাছাড়া প্রভাবশালী মহলে কাদেরের ঘনিষ্ঠতার কথা জানান। স্থানীয় চেয়ারম্যান এবং বাজার কমিটির সভাপতি জনাব আলী আহমেদের সাথে যােগাযােগ করা হলে, তিনি বলেন এ ধরনের অভিযােগ তিনিও পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করছেন। কাদেরের বিরুদ্ধে অভিযােগ প্রমাণ হলে ব্যবস্থা নিবেন বলে ও আসস্থ করেন। তাছাড়া আবদুল কাদেরের সাথে এ ব্যপারে কথা বলার জন্য ফোনে যােগাযােগ করা হলে, সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন বন্ধ করে দেন।

এই বিভাগের আরো খবর