সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪৭

লাকসামে প্রবীন সাংবাদিক আব্দুল জলিলের দ্বিতীয় মৃত্যুবাষির্কী পালন

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১  

লাকসামের প্রবীন সাংবাদিক আব্দুল জলিলের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে চন্দনা আব্দুল জলিল-নূরজাহান ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার বিকেলে লাকসাম পৌরশহরের বাতাখালি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মিলনায়তনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এম.এস দোহার সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, দৈনিক তরুনকণ্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, পথিক টিভি জেলা দক্ষিন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম, লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডাঃ আবদুল আলী, ফেয়ার হেলথ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম হেলাল, ডাঃ মেহিদী, কাউন্সির অধ্যাপক গোলাম কিবরিয়া সুমন ও আবু ছায়েদ বাচ্চু, সাপ্তাহিক সময়ের দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ফারুক আল শারাহ, দৈনিক আপন আলোর বার্তা সম্পাদক আরমান হোসেন সুমন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবদুল আহাদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন সবুজ, মরহুম সাংবাদিক আবদুল জলিলের বড় ছেলে নুরু উদ্দিন জালাল আজাদ ও ছোট ছেলে কামরুদ্দিন সুজন এবং স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং টিভি চ্যানেলের সাংবাদিক বন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন। 

এই বিভাগের আরো খবর