সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৩৩

লাকসামে ওয়ার্কশপে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

কুমিল্লার লাকসাম উপজেলার ইছাপুরা বাজারে একটি ওয়েল্ডিং ওয়ার্কশপের বিদ্যুৎ  স্পৃষ্টে এক শ্রমিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত (১সেপ্টেম্বর) মঙ্গলবার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের খোকার ওয়েল্ডিং ওয়ার্কশপে। নিহত শ্রমিক তাজুল ইসলাম(২৬) সে একই উপজেলার কাকৈয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। 


প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ইছাপুরা বাজারে আজহারুল হক খোকা মিয়ার মালিকানা একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে গত ১ সাপ্তাহ ধরে কাজ করত তাজুল ইসলাম। ওয়ার্কশপের তাকে দায়িত্ব দিয়ে গত কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় কাজ নিয়ে ব্যাস্ত থাকেন ওয়ার্কশপের মালিক আজহারুল হক খোকা। নতুন এই শ্রমিক তাজুল ইসলাম। মঙ্গলবার সকালে অন্যদিনের ন্যায় প্রতিষ্ঠানটি খুলে ওয়েল্ডিং এ কাজ করার সময় বিদ্যুতের স্পৃষ্ট হয়। ওই বাজারে আশে পাশের ব্যাবসায়িরা দ্রুত এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে শ্রমিক তাজুল ইসলামের বাড়ির স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওয়ার্কশপের মালিক খোকা মিয়ার সাথে  সমঝোতো করে লাশ নিয়ে যায় তারা। 


লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, ওয়ার্কশপের শ্রমিক নিহত হওয়ার বিষয়টি জানিনা তবে অভিযোগ ফেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর