শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৫৮

লকডাউনে অসহায় মানুষেরপাশে ফরিদগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান

মো. মোহন

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

করোনা মহামারীর এই সময় কঠোর লকডাউনে চলছে। ফলে অসহায় হয়ে পরেছে নিম্নবিত্ত পরিবার গুলো। ফরিদগঞ্জ উপজেলায় এসব নিম্নবিত্ত কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম। তিনি প্রতিদিন অসংখ্য হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে নিজ ও তার বড় ভাই জালাল আহমেদ এর অর্থায়নে বিভিন্ন ধরনের খাবার সামগ্রীসহ অর্থ সাহায্য করে আসছেন।

ফরিদগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম বলেন, আমি ও আমার বড় ভাই জালাল আহমেদ এর সহযোগিতায় আমার উপজেলার অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। লকডাউন এর সময় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি সব সময়। আমার বড় ভাই এ ব্যাপারে আমাকে সব সময় সাহস যুগিয়ে আসছেন।

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি জালাল আহমেদ এর বড় বোন। জালাল আহমেদ প্রায় সময় তার বোনের মাধ্যমে এলাকার অসহায় দরিদ্র মানুষের আর্থিক সহযোগিতা সহ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

এই বিভাগের আরো খবর