সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৮

রামুতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

রামুতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহত নজিবুল আলম (৩০) রামুর রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ আবু ছৈয়দের ছেলে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় রাজারকুল রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের সামনে রামু-মরিচ্যা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন, নিহত নজিবুল আলম পেশায় দিনমজুর। সকালে বিহার কর্তৃপক্ষের সৃজিত অর্জুন গাছ কাটার সময় গাছের ঢাল বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারে পড়ে যায়। এতে ওই ঢালে বসা নজিবুলও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়ে।

আধঘন্টা পর বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে লোকজন তাকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

জানা গেছে, নিহত নজিবুল আলমের দেড় বছর ও ৩ বছর বয়সী ২ শিশু সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এই বিভাগের আরো খবর