বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪  

রাজধানীতে মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১০ নভেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (১১ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকা  মাদকবিরোধী অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সময় তাদের কাছ থেকে ১৬৮টি ইয়াবা, ৪৯৫ গ্রাম গাঁজা ও ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ৯টি মামলা হয়েছে।

এই বিভাগের আরো খবর