বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩  

রাজধানীর শ্যামপুর ফরিদাবাদ পোস্তগোলায় দ্রুতগামী ট্রাকচাপায় মো. কুরবান আলী (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর শ্যামপুর ফরিদাবাদ পোস্তগোলায় দ্রুতগামী ট্রাকচাপায় মো. কুরবান আলী (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুরবান আলীর ভাই মো. সাদিকুর রহমান বলেন, আমার ভাইয়ের লেদ মেশিনের ব্যবসা রয়েছে। রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে পোস্তগোলা মাদরাসার সামনে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর