শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০২

মোহাম্মদপুর থেকে হেফাজতের আরেক নেতা গ্রেফতার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

এবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে মোহাম্মদপুরে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

এ নিয়ে হেফাজতের ছয় নেতাকে গ্রেফতার করল ডিবি।

জালাল উদ্দিন খেলাফতে মজলিশের যুগ্ম মহাসচিব এবং সংগঠনটির ঢাকা মহানগরের সহসাধারণ সম্পাদক।

ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক নাশকতা এবং হেফাজতের পুরোনো মামলায় জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে শুক্রবার বিকালে রাজধানীতে হেফাজতে ইসলামের আরেক নেতা জুবায়ের আহমেদকে গ্রেফতার করে পুলিশ। পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। জুবায়ের আহমেদ হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমির।

এই বিভাগের আরো খবর