শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৮

মেহেরপুরে কোর্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পেশকার নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১  

নিহত মোমিনুল মেহেরপুর জর্জ কোর্টের পেশকার (বেঞ্চ সহকারি) ও গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের মৃত মজুল ফরাজীর ছেলে।

আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান মোমিনুল সকালের দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল মেহেরপুর জর্জকোর্টে যাচ্ছিলেন। সকাল সোয়া ৯টার দিকে গাংনী উপজেলার চেংগাড়া নামক স্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ইটবাহি লাটা হাম্বার (ইঞ্জিনচালিত যান) গাড়ীর সাথে সরাসরি ধাক্কা লাগে।

ওই ধাক্কায় সে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি (নবাগত) ওসি আব্দুর রাজ্জাক জানান লাশ উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য মোমিনুল শিক্ষা জীবনে দৈনিক ভোরের ডাক পত্রিকায় সাংবাদিকতা করতেন। পরবতির্তে তিনি চাকরীর সুবাদে সাংবাদিকতা পেশা ছেড়ে দেন।    


 

এই বিভাগের আরো খবর