বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭২

মিরপুরে ৫৭ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে জামায়াতের ৫৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে আটটি ককটেল উদ্ধার দেখিয়ে বিস্ফোরকসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার(১২ মার্চ) ডিএমপির দারুস সালাম থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ জানান, শনিবার রাতে মিরপুর ক্যাপিটাল টাওয়ারে অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেপ্তারের ঘটনায় মামলা হয়েছে। আজই তাদেরকে আদালতে পাঠানো হবে। মামলায় আসামি বেশি হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদে আমরা কয়েক ধাপে আদালতে রিমান্ড চাইবো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন জামায়াতের গ্রেপ্তার ৫৭ জন ছাড়াও পালিয়ে যাওয়া আরও ৩০ থেকে ৪০ জন মিলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল। তারা সরকারকে বেকায়দায় ফেলতেই এই বৈঠকের আয়োজন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর