শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৬

মার্কিন কংগ্রেসে ব্রিটিশ রাজবধূ মেগানের খোলা চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১  

চিঠিতে সন্তানের জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটির বিধান করা উচিত বলে জানান মেগান। একজন সাধারণ নাগরিক এবং একজন মা হিসেবে তিনি এ চিঠি লিখছেন। খবর রয়টার্সের।

বুধবার মার্কিন কংগ্রেসের উদ্দেশে লেখা ওই চিঠিতে মেগান মার্কেল বলেন, আমি নির্বাচিত কর্মকর্তা নই। রাজনীতিবিদও নই। আমি অন্যদের মতোই একজন নাগরিক এবং সন্তানের মা।

চিঠিতে মেগান আরও লেখেন, সন্তানের জন্মের পর অন্য সব মা-বাবার মতোই তারা বেশ আনন্দিত ছিলেন। সন্তানের জন্মের পর তাদের কাজে ফিরতে হয়নি।

কিন্তু খুব কম মা-বাবা এই সুযোগ পান। যারা পান না, তাদের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। ২০ সপ্তাহ আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের দ্বিতীয় কন্যা লিলিবেটের জন্ম হয়। এ ছাড়া আর্চি নামের তার দুই বছর বয়সি আরেকটি সন্তান রয়েছে।

চিঠিতে একজন মা হিসেবে সন্তান জন্মের পর বেতনসহ ছুটির পক্ষে কথা বলেছেন মেগান। এই ইস্যুতে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে।

এই বিভাগের আরো খবর