বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৯

মান্দায় নির্মাণাধীন সেতু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মান্দা নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

নওগাঁর মান্দায় নির্মাণাধীন সেতু থেকে পড়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১মার্চ) বিকেল ৫টার দিকে আত্রাই নদীর উপরে নির্মাণাধীন সেতুর সাটারিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৪৫) কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোতবাজার এলাকায় আত্রাই নদীতে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুটির অর্ধেকের বেশি কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কয়েক দিন ধরে বাকি অংশটি নির্মাণের জন্য কাজ চলছে। বিকেলে সাটারিংয়ের কাজ করার সময় সাটারিং ভেঙে ওই শ্রমিক নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর