বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৩

মান্দা থানা পরিদর্শন করলেন এস.পি

মান্দা নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

মান্দা থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এস.পি) মুহাম্মদ রাশিদুল হক

মান্দা থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এস.পি) মুহাম্মদ রাশিদুল হক

গত ৩০ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে নওগাঁর সুপার মুহাম্মদ রাশিদুল হক থানা পরিদর্শনে আসলে শুরুতেই মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র সালাম প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে অভিবাদন জানান।

 

এ সময় মান্দা-নিয়ামতপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান এবং মান্দা থানার পুলিশ পরিদর্শক মেহেদী মাসুদসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পুলিশের কল্যান, বিট পুলিশিং, টিএ বিল,সরকারি গাড়ি ব্যাবহার, সঠিকভাবে পোশাক পরিধান করা,আইনানুগ নিয়মনীতি অনুসরন করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিস্কার রাখা,থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার রাখার রাখার নির্দেশনা প্রদান করেন।

 

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন,স্যার যেসব নির্দেশনা দিয়েছেন আমরা তা অবশই মেনে চলবো।

এই বিভাগের আরো খবর