ব্রেকিং:
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ২০ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৮

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৩  

রাজধানীতে মাদকবিরোধী পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীতে মাদকবিরোধী পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার ১৯৭ ইয়াবা, ৩৫ কেজি ৪৮৫ গ্রাম গাঁজা, ১৫৩ দশমিক ৫ গ্রাম হেরোইন ও ৩৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর