বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৫

ভিএসও পঞ্চগড়ের সভাপতি আল-আমিন সম্পাদক ওয়াসিম আকরাম

দেবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদে স্বেচ্ছাসেবীদের শিক্ষনীয় শীর্ষক সেমিনার এবং ভলান্টিয়ারি সার্ভিস ওভারসিস তথা (ভিএসও) এর পঞ্চগড় জেলা কমিটি গঠন করা হয় । উক্ত আলোচনা সভা, স্বেচ্ছাসেবী দের প্রশিক্ষণ ও কমিটি গঠন শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন আবু বাকের, সাবেক প্রভাষক দেবীগঞ্জ সরকারি কলেজ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন সিনিয়র সহ-সভাপতি ভিএসও রংপুর  বিভাগ , আব্দুল মোমেন ইসলাম সাধারণ সম্পাদ ভিএসও রংপুর, মোঃ শহীদ ইসলাম সাংগঠনিক সম্পাদক ভিএসও রংপুর, আলামিন খন্দকার সভাপতি স্বপ্নছোঁয়া দরিদ্র কল্যাণ তহবিল ও অর্থ সম্পাদক ভিএসও রংপুর বিভাগ, হাবিবুর রহমান সভাপতি ভিএসও ঠাকুরগাঁও, ওয়াসিম আকরাম সভাপতি মনুষত্ব, পঞ্চগড়। , মোনালিসা আক্তার আইরিন সভাপতি ইয়ূথ এগেইনেস্ট হাঙ্গার, নিয়াজ আহসান, ফজলুল হক, সিরাজুল ইসলাম, ডা.এম.এ. মামুন, উদীয়মান স্বেচ্ছাসেবী উদয় রায় সহ মুক্তরোভার স্কাউট এবং পঞ্চগড় জেলার ৫ উপজেলার স্বেচ্ছাসেক, উদ্দোক্তা, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ ।  আলোচনা শুরুতে ইয়ুথ এ্যাংগেজমেন্ট পার্সন মাহিদা সুলতানা দীপা ভিডিও কনফারেন্সে যুক্ত হয় ভিএসও বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে বিশাদ আলোচনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  আলোচ্য অনুষ্ঠানে অতিথি গণ তাদের বক্তব্যে  বলেন, সমাজের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। বড় পরিসরে স্বেচ্ছাসেবা দিতে হলে স্বেচ্ছাসেবকের পরিধি বাড়াতে হবে, তবেই দেশের সর্বত্র স্বেচ্ছাসেবা পৌঁছে দেওয়া সম্ভব । অনুষ্ঠানের দ্বীতীয় অধিবেশনে  উপস্তিত সকলের মতামতের ভিত্তিতে ভলান্টিয়ারি সার্ভিস ওভারসিস (ভিএসও) যুবফোরামের পঞ্চগড় জেলার সভাপতি হিসেবে আল আমিন খন্দকার ও সাধারণ সম্পাদক হিসেবে  ওয়াসিম আকরাম কে নির্বাচিত করে পঞ্চগড় জেলা কমিটি ঘোষনা করা হয়। কর্মশালায় কমিটি গঠনের পাশাপাশি জেলা যুব ফোরামের এক বছরের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় । পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার তার বক্তব্যে সকল স্বেচ্ছাসেবীদেরকে এক প্লাটফর্মে একত্রিত হওয়ার আহবান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর