সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০০

ভাই জন্মগ্রহণ করবে শুনে স্কুলছাত্রের আত্মহত্যা!

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

ভাই জন্মগ্রহণের খবর শুনে আত্মহত্যা করেছে নবম শ্রেণির ছাত্র শয়ন হালদার (১৪)। বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাত ১০টার দিকে শয়ন আত্মহত্যা করে। মঙ্গলবার বিকেলে তার মরদেহ দুর্গাপুর শ্মশানে দাহ করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, গত বছর শয়নের ছোট বোন মিষ্টি পানিতে ডুবে মারা যায়। শয়ন প্রায়ই বলত, সে তার হারিয়ে যাওয়া (গত বছর মারা যাওয়া) বোনের মতো এক বোন চায়। ভাইয়ের জন্ম হলে সে বাঁচবে না। দুই দিন আগে শয়ন হালদারের গর্ভধারিনী মা কনিকা হালদারের আল্ট্রাসনোগ্রাফিতে জানা যায় পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। শয়ন ওই খবর মানতে পারেনি। সোমবার রাত ১০টার দিকে শয়ন তার বাবার কাপড় গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ছড়াও তার মোবাইল না পাওয়ার হতাশা ছিল।

মঙ্গলবার বিকেলে চিতলমারী থানা পরিদর্শক (ওসি) মীর শরিফুল হক জানান, অভিমানে শয়ন আত্মহত্যা করেছে। দুর্গাপুর গ্রামের সমীর হালদারের দুই সন্তানের মধ্যে শয়ন হালদার ছিল বড়। গত বছর তার ছোট বোন পুকুরে ডুবে মারা যায়। শয়নের মৃত্যুর ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

এই বিভাগের আরো খবর