বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৩

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৫ পিচ স্বর্ণের বারসহ পাচার কারী আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২  

বেনাপোলের গোগা সীমান্ত থেকে ১৫ টি স্বর্ণের বারসহ জালাল উদ্দীন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক জালাল উদ্দীন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোগা বাজারের একটি ইটভাটার পাশ থেকে তাকে আটক করা হয়।

 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন খবর পেয়ে বিজিবির হেডকোয়াটারের একটি অভিযানিক দল গোগা-বেনাপোল সড়কের একটি ইটভাটার পাশ থেকে মোটরসাইকেলসহ জালাল উদ্দীন নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।এ সময় পাচারকারীর স্বীকার উক্তি অনুযায়ী মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৫ টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ছিল এক কেজি ৬৫২ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর