বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৭

বিশ্বের প্রথম হিমবাহ চেরা রাস্তা হচ্ছে লাদাখে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

বিশ্বের মধ্যে প্রথমবার হিমবাহের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে ভারতের লাদাখে। প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় তৈরি হচ্ছে এই রাস্তা। ভারতীয় প্রকৌশলীরা ‘হিমাঙ্ক’ প্রকল্পের আওতায় তৈরি করছেন এটি।

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অন্তর্গত উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত একটি অঞ্চল লাদাখ। এই অঞ্চলের সাসোমা থেকে সাসের লা (পূর্ব লাদাখ) পর্যন্ত তৈরি হচ্ছে এই রাস্তা।

প্রকৌশলীরা জানান, অসংখ্য বাধা আসছে এই সড়ক নির্মাণে। কারণ হিমাঙ্কের চেয়ে ৫০ ডিগ্রি কম তাপমাত্রা থাকে এখানে শীতকালে। তবে মারাত্মক গরমে তাপমাত্রা প্রায় ১২ ডিগ্রির কাছাকাছি থাকে। কাজ চলেছে মূলত সেই সময়েই। শীতকালে একটা নির্দিষ্ট সময়ে কাজ বন্ধ থাকে।

নির্মাণকর্মীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থাও রয়েছে সেখানে।

‘দ্য বর্ডার রোডস অর্গানাইজেশন’ নামে একটি সংস্থা এই সড়ক নির্মাণ প্রকল্পে যুক্ত রয়েছে। ৫০ কিমি রাস্তা ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যেই তৈরি পুরো রাস্তা হয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর