বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫১

বার্সা ছাড়তে মেসিকে পরিশোধ করতে হবে ৭০০ মিলিয়ন ইউরো

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০  

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হবে ২০২১ সালে। তার এক বছর আগে, অর্থাৎ ২০২০ সালের ১০ জুনের মধ্যে মেসি যদি ক্লাব ছাড়তে চাইতেন, তাহলে বার্সেলোনা তাকে বিনামূল্যে ছেড়ে দিত। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলে আগ্রহী ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে মেসিকে।

ফ্রি ট্রান্সফারের সুযোগ নেই, মেসিকে বার্সেলোনা ছাড়তে হলে ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।

মেসি ও বার্সেলোনার মধ্যকার চুক্তি পরীক্ষা করে আজ আনুষ্ঠানিক এক বিবৃতিতে লা লিগা জানিয়েছে, মেসির চুক্তিতে একটি বাই আউট রিলিজ ক্লজ আছে এবং নিয়মানুযায়ী ক্লাবের অনুমতি ছাড়া যেতে চাইলে মেসিকে সেটা দিয়ে যেতে হবে।

এই বিভাগের আরো খবর