সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২৪

বান্দরবানে পূরবী সুপার মার্কেটে আগুন

প্রকাশিত: ২১ আগস্ট ২০২০  

বান্দরবানে সদরের পূরবী সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ২২টি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের প্রায় সব স্থাপনা। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে আগুনের প্রথম সূত্রপাত ঘটে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে যাওয়ায় খবর পাওয়া গেলেও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। প্রত্যক্ষ্যদর্শীদের তথ্য মতে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ খবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষণাত ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ও পুরবী বার্মিজ মার্কেটের স্বত্বাধিকারী ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ।

এই বিভাগের আরো খবর