শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৫

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা: ২০ কিলোমিটার জুড়ে যানজট

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৫ মে ২০২১  

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে পৌলি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারীরা। 

আজ বুধবার (২৫ মে) ভোরে বঙ্গবন্ধু সেতুতে দুই পিকআপের সংঘর্ষের ফলে এই যানজট সৃষ্টির কারণ বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। 

শফিকুল ইসলাম জানান, আজ ভোরে সেতুর ৩৬ নম্বর পিলারের কাছে ঢাকামুখী একটি পিকআপ আরেকটি পিকআপকে ধাক্কা দেয়। পরে আরেকটি ট্রাক এসে পিকআপ দুটিতে ধাক্কা দেয়। এতে সেতুর উপর যানজট সৃষ্টি হয়। 

পরে যানজট নিরসনে সকাল ৮টা পর্যন্ত কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। ফলে সেতু থেকে মহাসড়কের পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। 

বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান ওসি শফিকুল।

এই বিভাগের আরো খবর