শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

ফেরিঘাটে মিলল বিশাল বাঘাইড়

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৭ জুন ২০২১  

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ২১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার ভোরে পাবনার জেলে জয়নাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়ায় দুলাল মণ্ডলের আড়তে নিলামে তোলা হলে ব্যবসায়ী মো. চান্দু মোল্লা কিনে নেন।

চান্দু মোল্লা জানান, মাছটি তিনি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ১৫০ টাকা দিয়ে কিনে নেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি তিনি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

এই বিভাগের আরো খবর