মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৩

ফুলপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরির্দশনে জনগণের মুুখে হাসি

সেকান্দর আলী (ময়মনসিংহ ব্যুরোচীফ) 

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১  

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল ২৩/০৯/২০২১ ইং তারিখ রোজ বৃহস্পতিবার উপজেলাধীন বালিয়া ইউনিয়নের বড়ই কান্দি ও মইশাউন্দা এলাকায় কংশ নদীর তীব্র ভাঙ্গন পরিদর্শন করেন। এ সময় উৎসুক জনতা ইউএনও এর দিকে এগিয়ে আসেন এবং তারা নদী ভাঙ্গনের দুঃখ-দূরদর্শার কথা জানান। সরেজমিনে ঘটনাস্থল থেকে উপজেলা নির্বাহী অফিসার- পানি উন্নয়ন বোর্ড এবং বি.আই.ডব্লিউ.টিএ এর  উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলেন এবং দ্রুত আশু সমস্যা সমাধান কল্পে আশাবাদ ব্যক্ত করেন। এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে উনারা বলেন, এই নদীর ভাঙ্গনের ফলে প্রজন্ম থেকে প্রজন্ম মানবেতর জীবন যাপন করে আসছে। তারা আরো বলেন, স্যার  এই নদীর ভাঙ্গনের ফলে অনেক পরিবার গৃহহীন হয়েছে, অনেকে হারিয়েছে বসত ভিটা, আবাদি জমি, বড় বড় পুকুর, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান।  স্যার কী বলবো দুঃখের কথা- আপনি আমাদের এলাকায় এসেছেন আমরা অত্যান্ত খুশি হয়েছি। আমরা চাই আপনার মাধ্যমে এই কংশ নদীর ভাঙ্গনরোধ কল্পে আপনার অবদান স্বরনীয় হয়ে থাকবে। ফুলপুরের বিজ্ঞমহল, ইউএনও এর নদী ভাঙ্গন ভিজিট কে অত্যান্ত ইতিবাচক এবং ফলপ্রসু হিসেবে দেখছেন।
 

এই বিভাগের আরো খবর