রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৯

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১  

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সামনে হোতাপাড়া বাসস্টেশনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার বেলা ১১টায় গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনের  উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, যুগান্তরের স্টাফ রিপোর্টার (গাজীপুর) মো. আবুল কাশেম, সাংবাদিক ফরিদুল ইসলাম স্থানীয় ব্যবসায়ী যথাক্রমে- মুজিবুর রহমান, আমির হোসাইন, শাহিনুর রহমান শাহীন, আব্দুল বাতেন, সোলাইমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, উপজেলার মনিপুর ভবানীপুর, ভাওয়ালগড় ইউনিয়নের শিল্পকারখানার চলাচল করা হাজার হাজার মানুষের সড়ক পারাপারের জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা অতি জরুরি হয়ে পড়েছে। অনেক সময় পথচারীরা সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এর মধ্যে অনেকের জীবন যাচ্ছে। এক সপ্তাহ আগে দুইটি প্রাণ ঝরে পড়েছে।

তারা বলেন, এ শিল্পাঞ্চলের জনগণের নিরাপদ চলাচলের সুবিধার্থে ও নিরাপদ পারাপারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন তারা।

এই বিভাগের আরো খবর