রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৯৫

নীলফামারীতে ভিজিডি সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১  

নীলফামারীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিজিডি কর্মসূচী ২০২১-২২ চক্রের উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল তুলে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

এতে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন সহকারী বিভা রায়, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামাণিক সহ ইউপি সদস্যরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ নুর ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার বলেন, "যেখানেই মাদক বিক্রেতা এবং মাদকাসক্ত দেখবেন, আমাকে ফোন দেবেন । সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক নির্মূলে আপনাদের ভূমিকা অপরিসীম"।

তিনি আরও বলেন, ' বর্তমান সরকার প্রধান যে ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমরা যদি সচেতন হই, তবে একদিন এই দেশ, আমেরিকা কানাডায় পরিনত হবে ইনশাআল্লাহ।'
এসময় পলাশবাড়ী ইউনিয়নের ১৭৭ জন ভিজিডি সুবিধাভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়। এছাড়া নীলফামারী জেলায় ভিজিডি সুবিধাভোগীর সংখ্যা ১৯০৯২ জন।

এই বিভাগের আরো খবর