বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২৮

দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, অসহায় মানুষের জন্য আশীর্বাদ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

পঞ্চগড়ে'র দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সাধারণ মানুষের জন্য আশীর্বাদ। এখান থেকে বিভিন্ন ধরনের সেবা পেয়ে উপজেলাবাসি অনেক উপকৃত হচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়নের ধারায় প্রাণীসম্পদ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তারই ধারাবাহিকতায়   প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। গত (২৫ শে ফেব্রুয়ারি ২০২৩) সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে ১ দিন ব্যাপী এ প্রদর্শনীতে স্টলে খামারিরা, এনজিও সংস্থা ও ভেটোনারি ফার্মেসিগুলো অংশ নেন। বিভিন্ন জাতের ছাগল, ভেঁড়া, গাভি, ষাঁড়, মহিষ,ঘোড়া, কবুতর প্রদর্শনীতে দেখা যায়। এসময় স্টলের  খামারিদের মাঝে কথা বলে জানা যায়।  তাঁরা এখান থেকে প্রনোদনা সুযোগ সুবিধা পেয়ে অনেক খুশি। এখন তারা অনেকটাই স্বাবলম্বী। এবিষয়ে সাংবাদিক এর একটি টিম দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোক্তা ও সুবিধাভোগীদের খোঁজ খবর নিয়ে তালিকায় পাওয়া যায়। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উপজেলার সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প" এর আওতায় চিলাহাটি ও টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল থেকে যথাক্রমে মুরগী পালন প্যাকেজের ১৮ জন, ছাগল পালন প্যাকেজের ১০ জন এবং মুরগী পালন প্যাকেজের ১৯ জন, ছাগল পালন প্যাকেজের ১০ জন সুফলভোগী মাঝে বাসস্থান বিতরণ করা হয়েছে। বকনা ও ছাগল টেপ্রীগঞ্জ ও চিলাহাটি ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল থেকে বকনা পালন প্যাকেজের ২০ জন টেপ্রীগঞ্জ ও চিলাহাটি ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল থেকে ছাগল পালন প্যাকেজের ২০ জন। এআইএফ- ২ এর সিআইজি প্রকল্পের ছাগল পালন পামুলি ইউনিয়নে ছাগী ৬০ টি পাটি ২ টি। দেবীডুবা ইউনিয়নে ছাগী ৬০টি, পাটি ২টি ও মাচা ৩০ টি বিতরণ করা হয়েছে। গরু হৃষ্টপুষ্টকরণ সিআইজি এর শালডাঙ্গা ইউনিয়ন ১০ টি ষাঁর গরু, চিলাহাটি ইউনিয়নে ১০টি ষাঁর গরু, সুন্দরদীঘি ইউনিয়নে ১০ টি ষাঁর গরু দেওয়া হয়েছে। যেখান থেকে প্রতিদিন কিছু বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং উৎপাদন হচ্ছে দুধ ও বিভিন্ন ধরনের সুুসাদু খাদ্য। এই খামারিদের বাড়িতে ও খামারে গিয়ে কথা বললে তারা জানান, আমরা খেটে খাওয়া মানুষ। খেতে খামারে কাজ করি। বাড়ির লোকজন সহ সবাই কাজ করি। এখন কেউ বেকার থাকি না। আমরা এখন মুরগী, ছাগল, ভেরা, গরু ইত্যাদি পালনে ব্যাস্ত সময় পার করছি। এতে নিজেদের  মধ্যে মাছ, মাংস, দুধ ও ডিম চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রয় করে আর্থিক ভাবে লাভবান হচ্ছি। দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে ঔষুধ পত্র সহ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা হাতের নাগালেই পাচ্ছি।  গরু, ছাগল, হাস, মুরগী ইত্যাদির কোনো সমস্যা হলে এখন আর উপজেলা প্রানীসম্পদ অফিসে যেতে হয় না।মোবাইলের মাধ্যমে ফোন করলেই তারা চলে আসেন। বর্তমান সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তারা। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার -ডাঃ মোছাঃ সারাবনতহুরা বলেন, সরকারের বিভিন্ন ধরনের সেবা সাধারণ মানুষের মাঝে পৌচে দেওয়া আমাদের দ্বায়িত্ব। সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের আওতায় সকল প্রকার সুযোগ সুবিধা ও সেবা সুষ্ঠু ভাবে প্রদান করে যাচ্ছি। খামারীদের যে কোন প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা সবসময় তৎপর রয়েছি। আমাদের এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর