বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৯ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

দুর্গাপূজার আগে রাতভর প্রবল বৃষ্টিতে ডুবল কলকাতা, পাঁচজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫  

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা রাতভর টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে। এ সময় পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। বৃষ্টি ও জলাবদ্ধতায় শহরের যানবাহন, রেল, মেট্রো এবং বিমান চলাচলে বিপর্যয় নেমে এসেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট ও ইকবালপুরে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব এলাকা মূলত কলকাতার মধ্য ও দক্ষিণাংশে অবস্থিত। এদিকে রাতভর বৃষ্টির কারণে শহরের বিভিন্ন অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। নিম্নাঞ্চলের অনেক বাড়িতে পানি ঢুকে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য পরিবার। এ পরিস্থিতিতে কয়েকটি স্কুল ছুটি ঘোষণা করেছে।

কলকাতা পৌরসভার তথ্য অনুযায়ী, গড়িয়া কামদাহারিতে কয়েক ঘণ্টায় ৩৩২ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালিঘাটে ২৮০ মিমি, তোপসিয়ায় ২৭৫ মিমি এবং বালিগঞ্জে ২৬৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণেই এই প্রবল বর্ষণ হচ্ছে এবং সামনে আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে কলকাতায় দুর্গাপূজা মণ্ডপ তৈরির কাজ শেষ পর্যায়ে থাকলেও টানা বর্ষণে অনেক মণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে শহরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জলাবদ্ধ রাস্তাঘাটের কারণে কলকাতা বিমানবন্দরগামী যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অবিরাম বৃষ্টির কারণে কলকাতা থেকে আসা-যাওয়ার ফ্লাইট বিলম্বিত হতে পারে। যাত্রীদের বাড়তি সময় হাতে নিয়ে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে ইন্ডিগো জানিয়েছে, ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে বিমানবন্দরে আসা-যাওয়া ধীরগতির হতে পারে, তবে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

রাতভর এই প্রবল বর্ষণের জেরে শুধু কলকাতার বাসিন্দারাই নয়, দুর্গাপূজা উপলক্ষে শহরে আগত দেশি-বিদেশি দর্শনার্থীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এই বিভাগের আরো খবর