শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

দিল্লির আদালত চত্বরে ফের বিস্ফোরণ, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক  

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১  

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্ত্বরে। বন্ধ হয়ে যায় শুনানি।


পরে জানা যায়, বিস্ফোরণে এক পুলিশকর্মী আহত হয়েছেন। হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে একটি আদালতের ভেতরে নজিরবিহীন হামলা চালায় গ্যাংস্টাররা। এতে তিনজন নিহত হন। এসময় আহত হন আরও বেশ কয়েকজন। উত্তর দিল্লির রোহিণী আদালতকক্ষের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

পরে দিল্লির পুলিশ কমিশনার জানান, হামলাকারীদের গুলিতে বেশ কয়েকটি মামলার আসামি দুর্ধর্ষ গ্যাংস্টার জিতেন্দ্র গোগী প্রাণ হারান। গত এপ্রিলে গ্রেফতারের পর তিহার কারাগারে রাখা হয় তাকে। আদালতে হাজির করা হয়েছিল সেদিন। তাকে আদালতে তোলা হলে অন্য আরেকটি সন্ত্রাসী দল হামলা চালায়। পুলিশের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসীও নিহত হয়।

এই বিভাগের আরো খবর