সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৬১

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০  

হরিপুরে সাপের কামড়ে মনি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।


মনি আক্তার হরিপুর  উপজেলার ২নং আমগাও ইউনিয়নের বেলুয়া গ্রামের তজিবুর  রহমান মেয়ে ও বেলুয়া উচ্চ  বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
রবিবার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুর এম আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় মনি আক্তারকে সাপে দংশন করে। পরে তাকে দিনাজপুর এম আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১০টার দিকে মারা যায়।


২নং আমগাও ইউপি  চেয়ারম্যান পাভেল তালুকদার  সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এই বিভাগের আরো খবর