শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৬

ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল ৬টি গাড়ি, নিহত ১৯

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১  

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর চালকোর কাছে মেক্সিকো সিটিকে পুয়েবলা শহরের সঙ্গে সংযোগকারী মহাসড়কে একটি টোল বুথে স্থানীয় সময় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। এ সময় আরও তিন জন আহত হয়েছেন বলে শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে ট্রাকটির চালকও আছেন বলে জানা গেছে।

আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মেক্সিকোর রোডস এন্ড ব্রিজ এন্ড রিলেটেড সার্ভিস (কাপুফে) জানিয়েছে।

দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া শুরু হয়েছে। তবে এতে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর