বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪১

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৫

লালমনিরহাট প্রতিনিধি,

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

লালমনিরহাটে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে রেজাউল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের বড়বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম কুড়িগ্রামের কাঠালবাড়ি বাজারের ফকিরপাড়া গ্রামের আহমেদ আলী মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজার থেকে কুড়িগ্রামের কাঠালবাড়ি যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকচালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিহাট ও কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রেজাউল ইসলাম মারা যান। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর