বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫২

টাকাভর্তি চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার নিয়ে পালিয়েছেন গনি

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১  

চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। দেশটিতে অবস্থিত রাশিয়ার দূতাবাস এমনটাই দাবি করেছে। তারা বলছে, গাড়ি ও হেলিকপ্টারে আর জায়গা না থাকায় কিছু টাকা দেশে ফেলে যেতে বাধ্য হয়েছেন তিনি। খবর আল জাজিরার।

কাবুলে রুশ দূতাবাসের একজন মুখপাত্র নিকিতা ইশচেনকোর বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, চারটি গাড়ি টাকায় ভরা ছিল। তারা একটি হেলিকপ্টারেও আরও টাকা ভরার চেষ্টা করেছিল। কিন্তু জায়গা ছিল না। তাই বাকি টাকায় রাস্তায় ফেলে দেয়া হয়।

ইশচেনকোর বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রুশ এই কূটনীতিক জানান, তার এই তথ্যের সূত্র হচ্ছে ‘প্রত্যক্ষদর্শীরা’। এদিকে দেশ ছেড়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় পেলেন না আশরাফ গনি। বিমান ঘুরিয়ে ওমান পৌঁছেছেন তিনি।

তবে ওমান সরকার তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু সোমবার ওমানেই রয়েছেন তিনি। একসময় মার্কিন নাগরিকত্ব ছিল গনির। ওমান থেকে তিনি যুক্তরাষ্ট্র রওনা দিতে পারেন বলেও জল্পনাকল্পনা শুরু হয়েছে।

এই বিভাগের আরো খবর