শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫৯

জালাল আহমেদকে এমপি হিসেবে দেখতে চায় ফরিদগঞ্জবাসী

মো. মোহন

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

সারা বিশ্বব্যাপী চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কাতার প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ও কাতার প্রবাসী সিআইপি জালাল আহমেদ।

এর আগে ফরিদগঞ্জ উপজেলার অসংখ্য প্রবাসী কর্মহীন হয়ে আর্থিক ও মানবিক সংকটের মুখোমুখি হওয়ার পূর্বেই জালাল আহমেদ তার নিজ অর্থায়নে প্রবাসীদের এবং ফরিদগঞ্জের দরিদ্র ও মধ্যবিত্তদের মাঝে সকল ধরনের সুযোগ-সুবিধা দিয়ে তাদের মনোবল অক্ষুন্ন রেখেছেন। মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কাতার প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি তার নিজ এলাকা ফরিদগঞ্জে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন তা নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত।

বিশিষ্ট শিল্পপতি সিআইপি জালাল আহমেদকে একজন সফল প্রতিনিধি হিসেবে চাঁদপুর ফরিদগঞ্জ ৪ আসনে দেখতে চায় চাঁদপুর ফরিদগঞ্জের সর্বস্তরের প্রবাসীরা ও সর্বসাধারণ।

এই বিভাগের আরো খবর