শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৬

চৌদ্দগ্রামে রামদা হাতে নাচানাচির ভিডিও ভাইরাল হাওয়া যুবক আটক

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২১  

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা গ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের হামলায় মো: দেলোয়ার হোসেন নামে এক ব্যবয়াসীকে গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায়কে কেন্দ্র করে এলাকায় জনমনে ভীতি সারের লক্ষ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহিদী হাসান (২৫) এবং চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩) নামের দুই যুবকের রামদা হাতে নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
 
ভিডিওতে তাদের ভারতীয় একটি গাহয়েছে। থে দেশী অস্ত্র হাতে নাচতে দেখা যায়।এতে করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও টি ভাইরাল হয়। আজ মঙ্গলবার (২৫ মে) ভোররাতে চৌদ্দগ্রামের কোমারডোগা এলাকা থেকে মেহেদী হাসানকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

এই বিষয় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশী অস্ত্রসহ নাচানাচির বিষয়টি যাচাই করে তাকে আটক করি। এছাড়া মেহদি হাসান নামে এই যুবক স্থানীয় মাদক ব্যবসার সাথে জড়িত।বাকীদের গ্রেফতারের বিষয় আমাদের অভিযান চলমান থাকবে।

এই বিভাগের আরো খবর