ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৯

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১০ মে ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রী রেখসনা হত্যা মামলায় স্বামী টুনু (৪৮) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড দেন আদালত।
 মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত টুনু জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ জুন ভোর রাতে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী রেখসনাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন স্বামী মো. টুনু। এ ঘটনায় ওই দিন নিহতের পিতা মোস্তফা বাদী হয়ে রেখসনার স্বামী মো. টুনুকে আসামি করে গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার এসআই আসলাম খান তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ জুলাই মো. টুনুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে টুনুকে দোষী সাবস্ত করে এই দণ্ড প্রদান করেন।

এই বিভাগের আরো খবর