বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

চাঁপাইনবাবগঞ্জে লেডিস ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবসে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে লেডিস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় লেডিস ক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন -এর সহধর্মিনী মাহফুজা সুলতানা।
তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, স্বাধীনতাযুদ্ধে যে সকল মা-বোন প্রাণ দিয়েছেন, ইজ্জত হারিয়েছেন, লাখো শহীদ জীবন দিয়েছেন- তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মুক্তিযুদ্ধের সময় নারীদের ভূমিকা কোনোভাবে অস্বীকার করা যাবে না। তাঁদের অবদানের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়েছি। স্বাধীনতার চেতনা সবার মনে জাগ্রত রেখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এসময় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালকের সহধর্মিনী প্রভাতী মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নাইমা খান, এনডিসির সহধর্মিনী তানজিলা আফরিন, এসি (জেনারেল)র সহধর্মিনী সানজিদা আফরিন, এসি’র সহধর্মিনী জাকিয়া খাতুন, সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টি, সদস্য গৌরী চন্দ সিতু, সদস্য ফারুকা বেগম’সহ লেডিস ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এরআগে দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিন-পূর্ব কোণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এই বিভাগের আরো খবর