ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩০

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় শাহাব উদ্দিন (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। বুধবার দুপুর পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। দণ্ডিত শাহাব চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মালোপাড়া মহল্লার ইসমাইল হোসেনের ছেলে। রাষ্ট্রপ¶ের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ৩০ জুন চাঁপাইনবাবগঞ্জের শাহীবাগে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় শাহাব। এ ব্যাপারে পরদিন সদর থানায় শাহাবকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক অনুপ কুমার। মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রিপন কুমার মন্ডল ২০২১ সালের ৮ আগস্ট শাহাবকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

এই বিভাগের আরো খবর