সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৮

চন্দনাইশে ৪ হাজার পিস ইয়াবা পাচারকালে আটক ২ বেদে

শান্ত কবির

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

গতকাল শনিবার উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শন জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম সন্ধ্যা প্রায় ০৬ঃ০০ ঘটিকায় আসামী- মোঃ মোক্তার মোল্লা (৪৯), পিতা- মৃত মথুর মোল্লা, মাতা- মৃত ছায়েরা বেগম, সাং- বাড়ী নং-৩৮, কাঞ্চননগর(বেদে বস্তি), ওয়ার্ড নং- ০১, সাভার পৌরসভা, থানা- সাভার, জেলা- ঢাকা কে ২৮০০ পিস ইয়াবা সহ আটক করা হয়, এবং আসামী- মোঃ রমিচ মোল্লা (২৮), পিতা- মৃত মথুর মোল্লা, মাতা- ছাবিয়া, সাং- বাড়ী নং-৩৮/১, কাঞ্চননগর(বেদে বস্তি), ওয়ার্ড নং- ০১, সাভার পৌরসভা, থানা- সাভার, জেলা- ঢাকা  কে ১২০০ পিস ইয়াবা সহ আটক করা হয়,  উভয়কে চন্দনাইশ থানাধীন বি.জি.সি ট্রাস্ট মেডিকেল কলেজের বিপরীত পার্শ্বে ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে আটক করে চন্দনাইশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন - ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়,,,,বেদের পরিচয়ে ইয়াবাগুলো সাভারে তাদের বেদে পল্লীতে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।

এই বিভাগের আরো খবর