রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬৯

গোয়াইনঘাট পূর্ব জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: শ্যালো মেশিন ধ্বংস

সিলেট জেলা প্রতিনিধি:

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১  

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব  জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ. কে. এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে জাফলংয়ের নয়াবস্তি ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ১২ টি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সাথে এ কাজে জরিত থাকায় নায়াবস্তি গ্রামের অবিদ মিয়ার নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় গোয়াইনঘাট থানার এস আই আবুল হোসেন, তামাবিল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদিনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ. কে. এম নূর হোসেন নির্ঝর বলেন অবৈধভাবে পাথর উত্তোলন চলছে এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে ১২ টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। একই সাথে জরুরীত অবিদ মিয়ার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে ভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর