বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪১

গুলিস্তানে বিস্ফোরণ : রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। ইতোমধ্যে সেখানে আহতদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। এমন অবস্থায় স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনার পর আহতদের রিক্সা, ঠেলা গাড়ি ট্রাক, গাড়ি, এ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।

শেষ খবর পাওয়া পর্যন্ত- ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত অন্তত ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

এই বিভাগের আরো খবর