শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৬৩

গাজীপুরে মোটরসাইকেল চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার

বি এ রায়হান, গাজীপুর:

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১  

গাজীপুর, জামালপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জাহাঙ্গীর আলম ওরফে মোল্লা জাহাঙ্গীর (৩৮), মো. বাবু (৩৫), মো. ওমর ফারুক ওরফে ডোম ফারুক (৩২), মো. সুমন (৪২), মো. অপু (২২), সেলিম (৪০), সাইদুল ইসলাম রানা (২২), রাহুল (২০), মো. সুমন মিয়া (৩০) ও শাকিল (২০)।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই চক্র গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে ১২০টির অধিক মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেছে। এ সংক্রান্ত গাজীপুর মহানগরীর বিভিন্ন থানায় রুজু করা মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মোটরসাইকেল উদ্ধার অভিযান চলমান আছে।

এই বিভাগের আরো খবর